Reading habits: আপনার খুদেটিকে বইপ্রেমী করে তুলতে চান? কোন কোন দিকে নজর দেবেন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৩:২২

বই মানুষকে হাসায়, কাঁদায় আবার আনন্দও দেয়। মানসিক অবসাদে ভুগলেও বই হতেই পারে আপনার প্রিয় বন্ধু। ইদানীং প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রাপ্তবয়স্কদের দেখাদেখি শিশুরাও বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাঠ্যবইয়ের বাইরে অন্য বইগুলি পড়লে শিশুর জ্ঞানের ভাণ্ডার যেমন বাড়বে তেমনই তার কল্পনাশক্তিও বিকশিত হবে। স্মার্টফোন, কার্টুন আর মোবাইল গেমের কারণে অনেক শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস হারিয়ে যেতে বসেছে। আর দেরি না করে ছোট থেকেই আপনার সন্তানকে করে তুলুন বইপ্রেমী। ভাবছেন কী ভাবে আপনার সন্তানকে বই পড়ানোর অভ্যাস তৈরি করবেন?


নিজে নিয়মিত বই পড়ার অভ্যাস করুন


আপনি যা করবেন আপনার শিশুটিও তাই শিখবে। সারা দিনে একটি নির্দিষ্ট সময় বই পড়ার জন্য বরাদ্দ করুন। আপনাকে বই পড়তে দেখে খুদেটিও বই পড়তে উত্সাহিত হবে। শিশু খুব ছোট হলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে গল্পের বইটি মজার ছলে পড়ে শোনান। ছোট থেকেই সেই অভ্যাস তৈরি হয়ে গেলে বয়স বাড়ার সঙ্গে তার বইয়ের প্রতি আসক্তি আরও বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us