বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন উদ্যোক্তারা

সমকাল প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১০:৩৪

অর্থায়ন ও পণ্যের বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তারা। বিশেষ করে পণ্যের বাজারজাতকরণের ঘাটতি নারী উদ্যোক্তাদের জন্য প্রধান একটি বাধা।


গতকাল রোববার এসএমই খাতের ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে ষষ্ঠবারের মতো দিনব্যাপী এ সম্মিলনের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।


অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে এসএমই ফাউন্ডেশন। তবে করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরও ঋণ প্রয়োজন। এ জন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ করা উচিত।


এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মো. মাসুদুর রহমান বলেন, পুঁজি ও পণ্যের বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন দেশের এসএমই উদ্যোক্তারা। সেই সঙ্গে তাদের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে কাজ করছে এসএমই ফাউন্ডেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us