পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আরও বেশি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাতারের নতুন রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
এ সময় আব্দুল মোমেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদশীদের জন্য পারিবারিক ভিসা সহজতর করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর আকর্ষনীয় বেতন ও সুন্দর কাজের পরিবেশ দেওয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী।
মোমেন রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ কাতারের আমিরকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশে তার সফরের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।