বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে ২৮ মার্চের অর্ধদিবস হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট।
রবিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে হরতালের প্রতি সমর্থন জানিয়ে সেটি সফল করতে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। তাদের ঘোষিত কর্মসূচি হলো— ২১ মার্চ ১২টায় ঢাবি, ২২ মার্চ সকাল সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ২৪ মার্চ সকাল ১১টায় বুয়েট-পলাশীতে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করবে। ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল করবে সংগঠনটি।