অভিবাসনের দাবিতে গ্রিসে আন্দোলন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১১:৫৫

প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে অভিবাসী আইন দিন দিন কঠোর হচ্ছে। প্রতিদিনই অনিয়মিতদের ধরপাকড় চলছে। তাদের নিজ দেশে ফেরত পাঠাতেও নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।


অভিবাসীদের ফেরত পাঠানো কার্যক্রম বন্ধ করার দাবিসহ বিভিন্ন যৌক্তিক অধিকার আদায়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীরা।


জানা গেছে, গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে। কিন্তু তাদের ফেরত পাঠাতে নানা পদক্ষেপ নিচ্ছে গ্রিক সরকার।


দেশটিতে বসবাসরত শ্রমিকরা গ্রিস ও বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। এমনকি করোনা মহামারির মধ্যেও তারা কঠোর পরিশ্রম করে গ্রিসের কৃষি, রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে অবদান রাখছেন। কিন্তু ১৯ জনকে ফেরত পাঠানোর ঘটনায় ও নতুন করে ধরপাকড় শুরু করায় আতঙ্ক বিরাজ করছে অনিয়মিত বাংলাদেশিদের মাঝে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us