ভারতের কর্ণাটক রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে রাজ্যের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির পুলিশ জানায়, বেসরকারি এ বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই শিক্ষার্থী। সকালে পাভাগাদা যাওয়ার পথে রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ৭৫ কিলোমিটারের বেশি দূরে তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। এক পর্যায়ে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পাভাগাদার কাছে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।