খেলাধুলার প্রতি আগ্রহ আমার ছেলেবেলা থেকেই। গ্রামে কেটেছে বাল্যকাল; খেলেছি গ্রামীণ প্রায় সব খেলা। জাম্বুরা দিয়ে ফুটবল খেলার অভিজ্ঞতাও আছে। ক্লাস ফোর অব্দি গ্রামের স্কুলে খেলাপড়া করে, চলে আসি ঢাকায়। শহরে এসে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলেছি এন্তার।
ক্রিকেট খেলার সময় প্যাড, গ্লাবস, কাঠের বল ব্যবহারের সুযোগ পেলেও, আধুনিক পিচ বলতে যা বোঝায়, তাতে খেলার সুযোগ পাইনি বললেই চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হয়ে মনোবিজ্ঞান বিভাগের বিরুদ্ধে আধুনিক পিচে খেলার সুযোগ পেয়েছিলাম প্রথম ও শেষবারের মতো।
খেলাধুলায় আমার অর্জন তেমন কিছু নেই। ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন ভালো খেলতাম। এসব খেলে যাকিছু অর্জন করেছি, তা উল্লেখ করার মতো নয়। তবে, খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়ে ইত্তেফাকের পাতায় বিস্তর লেখালেখি করে আমি প্রয়াত কথাসাহিত্যিক ও ইত্তেফাকের তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খানের কাছে ‘বাংলাদেশের ক্রিকেটের সোল এজেন্ট’ উপাধি পেয়েছিলাম।