জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে পারলে সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, ‘যে দেশের টাকা বিদেশে পাচার হয়, সে দেশে অভাব পড়বে না কেন? সেই দেশের জিনিসপত্রের দাম বাড়বে না কেন? দেশের সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও বাংলাদেশ মানুষের জীবনের দাম কমছে।’
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার অন্তর্গত ২০ ও ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। আমরা যদি এ সরকারকে থাকতে না দেই, তাহলে কিছুতেই থাকতে পারবে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ধুঁকে ধুঁকে মরবো, নাকি একদিন সবার জীবন দেবো।’