রুটি-কলা ১০ টাকা হয়ে যাওয়া দুর্ভিক্ষের লক্ষণ : রিজভী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১৭:১৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ ভাত ও তরকারির বিকল্প খুঁজছে। এখন আগের ৫ টাকার রুটি ১০ টাকা, কলা ১০ টাকা। এসব হলো দুর্ভিক্ষের লক্ষণ। 


তিনি বলেন, মানুষ বিকল্প কোনো কিছু খুঁজে পাচ্ছে না। ভরা মৌসুমেও পণ্যের দাম বেড়েছে। এটা যে কৃত্রিমভাবে করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। 
 
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। পরে একই স্থানে ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়।


রিজভী বলেন, মানুষের মনে উৎসব পালনের আনন্দ নেই। আমাদের নতুন এক প্রেক্ষাপটে শবে বরাত পালন করতে হচ্ছে। আগে সারারাত নামাজ পড়ে ইবাদত করতাম আনন্দের সঙ্গে। কিন্তু আজ সেই আনন্দ তিরোহিত। দেশে দুঃসহ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখানে কোনকিছু স্বাভাবিক নয়। স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় না। এখন জাতি-গোষ্ঠী ভেদে উৎসব পালন করতে গেলেও ভয় হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us