১৭ মার্চ জন্ম নিয়েছিলেন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিতে অন্যান্য কর্মসূচির মধ্যে তাই নতুন উদ্যোগ নিয়েছিল ছাত্রলীগ। বিশেষ কর্মসূচির মধ্যে ছিল নবজাতকদের জন্য বিশেষ উপহার।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত ২০ শিশুর অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় সে উপহার। রাতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এ উপহার তুলে দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নেওয়া অভিনব এই উদ্যোগে খুশি অভিভাবকরা।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। তাদের সময় দিতেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। আমরা বিশ্বাস করি, আজকের জন্ম নেওয়া শিশুটি আগামী দিনের মুজিবসেনা।’