এ দেশে শিক্ষার্থীদের প্রতিনিধিরা অনেক ক্ষেত্রেই নেতা-নেত্রী হিসেবে পরিচিত। নেতা বা নেত্রী হিসেবে অভিহিত করার অন্যতম কারণ নিশ্চয়ই জাতীয় রাজনীতির সংযোগ। তবে লেবাসটা ছাত্ররাজনীতিরই থাকে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়েই ব্যস্ত থাকার কথা তাঁদের। কিন্তু ছাত্রনেতারা এখন কেন অন্যের বউ উদ্ধার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন?
অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ অনেকখানি এগিয়েছে। বিভিন্ন পরিসংখ্যানকে সাক্ষ্য মেনে অন্তত তর্কের খাতিরে তা গ্রহণ করে নেওয়াই যায়। সমস্যা হলো, সেই এগিয়ে যাওয়ার সমানুপাতে দেশের অন্যান্য খাতে উন্নতি হচ্ছে কি না। যদি কাঙ্ক্ষিত উন্নয়নের পথেই আমরা থাকতাম, তবে হয়তো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দাবি করা নেতা-নেত্রীরা ছাত্রসমাজের সমস্যা সমাধান ও অবস্থার উন্নয়ন নিয়েই বেশি ব্যস্ত থাকতেন, অন্যের বউ উদ্ধারে নয়।