আলম শুভর কথায় সাহির-অঙ্কিতার গান

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২১:০৭

প্রথমবারের মতো বাংলাদেশের নাটকের গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী সারেগামাপা-এর চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। ‘কী করে বলবো তোকে শিরোনামের গানটিতে জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আভরাল সাহিরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি৷


আভরাল সাহিরের সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। জনপ্রিয় পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় ‘কী করে বলবো তোকে’ নাটকে একই শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সাহির ও অঙ্কিতা। নাটকটিতে জুটি বেঁধেছেন জোভান আহমেদ ও তানজিন তিশা।


গানটি নিয়ে গীতিকার এম এ আলম শুভ বলেন, ‘ওপার বাংলার অঙ্কিতা খুবই ভালো একজন কণ্ঠশিল্পী। আমাদের বাংলা নাটকের গানে তাকে পেয়ে আমরা খুশি৷ আশা করছি আমাদের গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us