ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমন, মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের সুযোগ-সুবিধার স্বার্থে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বাদ দিয়ে বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নেতারা। পার্টির দ্বিতীয় কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।