রাশিয়াভিত্তিক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা 'ক্যাসপারস্কি'র পণ্য ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা 'ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি (বিএসআই)' এক বিবৃতিতে বলেছে, নিজ দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গুপ্তচরবৃত্তি বা সাইবার হামলায় অংশ নিতে বাধ্য করতে পারে রাশিয়া সরকার।
ইউক্রেনে হামলার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং জার্মানিতে সাইবার আক্রমণের শঙ্কা বাড়াচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। এজন্য সংস্থাটি ক্যাসপারস্কির বিকল্প সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছে।