নিত্যপণ্যের মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে রডের দামও। গ্রাহকদের জিম্মি করে ইচ্ছামতো বাড়ানো হচ্ছে রডের দাম।
অবাক কাণ্ড, এক মাসের ব্যবধানে ৬০ গ্রেডের রডের দাম টনে বেড়েছে ১০ থেকে ১৪ হাজার টাকা। ওদিকে রডের মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সিমেন্টের দামও। এক সপ্তাহের ব্যবধানে সিমেন্টের দাম প্রতি ব্যাগে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
কেন এই মূল্যবৃদ্ধি? রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্ববাজারে রড তৈরির কাঁচামালের দামবৃদ্ধির কারণে রডের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।