উদার ছিলেন তিনি। প্রকৃতির মতো। ছিল চিরসবুজ এক হৃদয়। তাই মুগ্ধ হতেন। প্রাণের উৎস প্রকৃতিতে। দেশে কিংবা বিভুঁইয়ে। যেখানেই যেতেন, সবুজ-সুন্দরের সমারোহে প্রফুল্ল হতো মন। শুনতে পেতেন প্রাণের স্পন্দন। টলটলে জলের গহনে। বলছিলাম বঙ্গবন্ধুর কথা। অসীম সাহসী শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি। চিনি বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টাকেও।
দেশ ও দেশের মানুষের জন্য জীবন উৎসর্গকারী মহাবীরকেও। কিন্তু প্রকৃতিপ্রেমী বঙ্গবন্ধু? কতটা জানি তাঁকে? সুজলা-সুফলা বাংলার রূপে মুগ্ধ ছিলেন বঙ্গবন্ধু। ছিল তাঁর অনুভবেও। লেখাতেও আছে তার বহিঃপ্রকাশ। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন—প্রকৃতির প্রসঙ্গ এসেছে ঘুরেফিরে। সাবলীল ভাষা, আবেগময় শব্দ চয়ন, কাব্যিক বর্ণনায় ভাস্বর হয়েছে ঘাস, ফুল, নদীর কথা। প্রকৃতির প্রভাব আছে।