বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কয়েক তরুণ মিলে ধর্ষণ করল; তা কেবল সমাজের অবক্ষয়ের চিত্রই তুলে ধরে না, তরুণদের বেড়ে ওঠার প্রক্রিয়ার সংকটও তুলে ধরে। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত তরুণদের বখাটে আখ্যা দিয়ে পার পাওয়া যাবে না, কেননা শিক্ষিত অভিজাত পরিবারের সন্তানেরাও কি একই ধরনের অপরাধে জড়াচ্ছে না?
নারীর নিরাপত্তা নিয়ে যেকোনো আলোচনায় রাস্তাঘাটে একশ্রেণির পুরুষের অশালীন আচরণ, কটূক্তি, ইঙ্গিতপূর্ণ অভিব্যক্তির অভিযোগ শোনা যায়। প্রায়ই মেয়েদের প্রতি পুরুষের কুনজরের অভিযোগও ওঠে। এর সঙ্গে কুবাক্য এবং ভিড়ের সুযোগে কুস্পর্শের কথাও শোনা যায়। বিবাহিত নারীর স্বামীর হাতেও ধর্ষণের শিকার হওয়ার ঘটনা সব সময় চাপা থাকে না। মেয়েদের এসব অভিজ্ঞতা থেকে সামাজিক পরিবেশের বেশ কিছু অসংগতি, ত্রুটি ও ভ্রান্তির কথা মনে আসে। সেগুলো না সারিয়ে এ সমস্যা থেকে উত্তরণ ঘটানো যাবে না।