জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে প্রতি বছর এক লাখ ৬১ হাজার মানুষ তামাকজনিত রোগে মারা যায়। এছাড়া তামাক সেবনে প্রতি বছর পঙ্গুত্ব বরণ করে আরও কয়েক লাখ মানুষ। বুধবার (১৬ মার্চ) আত্মা’র এক ভার্চুয়াল সভায় জানানো হয় এসব তথ্য।
সভায় বলা হয়, এখনও দেশে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই সংশোধনীর মাধ্যমে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনটি যুগোপযোগী করার দাবি জানান সভায় অংশ নেওয়া অতিথিরা।