এবার ডলারের বদলে চীনকে ইউয়ানে তেল বিক্রির কথা ভাবছে সৌদি আরব। এই বিষয়টি নিয়ে রিয়াদ-বেইজিংয়ের মধ্যে আলোচনাও হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের পদক্ষেপ কার্যকর হলে প্রথাগত ‘পেট্রোডলার’ ব্যবস্থা যা অর্ধ শতাব্দি ধরে বৈশ্বিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।
চীন নিজেদের তেলের এক চতুর্থাংশ সৌদি আরব থেকে ক্রয় করে। এর মানে হলো যদি সৌদি ইউয়ানে তেলের মূল্য নেয় তাহলে চীনা মুদ্রার আন্তর্জাতিক প্রোফাইল সমৃদ্ধ হবে। বর্তমানে বিশ্বের ৮০ শতাংশ তেল ডলারে বিক্রি হয়। পেট্রোডলার সিস্টেমের প্রতি আনুগত্যের বিনিময়ে ওয়াশিংটন রিয়াদকে নিরাপত্তার নিশ্চয়তা দিলে ১৯৭৪ সালের পর থেকে সৌদি মার্কিন মুদ্রায় তেল বিক্রি করে আসছে।