কৃষক কেমন আছেন?

আজকের পত্রিকা শাইখ সিরাজ প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ১৬:১৫

দিগন্তজোড়া খেতে সবুজ কার্পেটের মতো যে ফসলি সৌন্দর্য দেখি, সেটি দৃশ্যত স্বস্তিজাগানিয়া হলেও কোনো কৃষকই আর বেশি জমির মালিক নেই। সবাই সামান্য এক টুকরো জমিতে কৃষিকাজ করছেন। দিনে দিনে ছোট হয়ে আসছে জমি। জমিহীন হয়ে পড়ছেন কৃষক।


চলছে রক্তঝরা মার্চ। বাঙালির সাহস ও সংগ্রামের সবচেয়ে গর্বিত সময়। বহু সংগ্রামের পথ পেরিয়ে এই মাসেই বাঙালি মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজের জীবনকে বাজি রেখে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পায়। আর দুদিন পরেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। এই গর্বিত সময়ে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা। তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ ও এ দেশের সোনার মানুষ কৃষকদের এখনকার জীবন-জীবিকার খোঁজ নিতে তিনটি মাস ধরে যেখানেই গিয়েছি কৃষকদের কাছে, জানতে চেয়েছি তাঁরা আসলে কেমন আছেন? যেমন সপ্তাহ দুই আগে গিয়েছিলাম মানিকগঞ্জে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us