স্মার্ট ফোন আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ কাজে স্মার্ট ফোনের প্রয়োজনীয়তা অনেক। অধিকাংশ সময় এর ব্যবহার হয়ে থাকে বলে স্মার্ট ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সাধারণত ব্যবহারের দুই বছর পর ফোনের ব্যাটারির সক্ষমতা কমতে থাকে। তাই অধিক সময় চার্জ ধরে রাখার কিছু উপায় সবার জেনে রাখা উচিৎ।
ব্রাইটনেস কমিয়ে রাখুন
ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অনেকেই অটো ব্রাইটনেস ব্যবহার করে চার্জ দ্রুত শেষ করে ফেলে। সুতরাং প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস ব্যবহার করুন।
পাওয়ার সেভিং মুড অন রাখুন
পাওয়ার সেভিং মুড অন রাখুন, এর ফলে অপ্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো বন্ধ হয়ে গিয়ে প্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো চলমান থাকবে।
থার্ড পার্টি অ্যাপস এড়িয়ে চলুন
অনেক সময় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের জন্য ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। বিভিন্ন প্রয়োজনে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হলেও যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।