তাফিদা রাকীবের বেঁচে থাকার আশা ব্রিটিশ চিকিৎসকরা যখন খারিজ করে দিয়েছিলেন, তখন মেয়েকে ইতালি নিয়ে যেতে হাই কোর্টে ঐতিহাসিক এক জয় পান তার মা-বাবা।
মস্তিস্কে আঘাত পাওয়া তাদের চার বছরের সন্তানের আয়ু আর বেশিদিন নেই, ব্রিটিশ চিকিৎসকদের এমন ভবিষ্যৎবাণী তারা মেনে নিতে পারেননি।
যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়, আরোগ্যের সম্ভাবনা নাকচ করা অন্ধকার সেই পূর্বাভাস উপেক্ষা করে আড়াই বছর পরও ইতালির একটি হাসপাতালে বেঁচে আছে তাফিদা।
তার মা-বাবা এখন চাইছেন, তাদের মতো দুর্ভোগে পড়া অন্য পরিবারগুলোকেও রক্ষা করতে।
ব্যতিক্রমী এক উদ্যোগে মস্তিস্কে আঘাত পাওয়া যেসব শিশু ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) এর চিকিৎসা পায় না, তাদের জন্য ২৫ কোটি পাউন্ড ব্যয়ে যুক্তরাজ্যে একটি পুনর্বাসন কেন্দ্র করতে চান তারা।
তাফিদার পরিবার জানিয়েছে, ইতোমধ্যে তাদের তহবিলে ২০ লাখ পাউন্ড জমা হয়েছে। এই প্রকল্পে চিকিৎসা বিশেষজ্ঞদেরও সহায়তা রয়েছে।