ব্রনের দাগ, ‘পিগমেন্টেইশন’ ইত্যাদির সমস্যা কমাতেও অ্যাজেলেইক অ্যাসিড কার্যকর।
এটা মৃদু অ্যাসিড হলেও ত্বক এক্সফলিয়েট করে ব্রণের সমস্যা কমাতে খুব ভালো কাজ করে।
ভারতের প্রসাধনী তৈরির প্রতিষ্ঠান ‘দি ডার্মা কো.’য়ের নতুন পণ্য উদ্ভাবন-বিষয়ক প্রধান কর্মকর্তা গজল আলাগ ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “অ্যাজেলেইক অ্যাসিড অন্যান্য ব্রণরোধী উপাদানের তুলনায় মৃদু। কারণ এর আণবিক আকার বড় এবং এটি ত্বকে ধীরগতিতে প্রবেশ করে।”