মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬৪০ কেজি জাটকা উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার মুক্তারপুর সেতুর টোলপ্লাজা ও মিরকাদিম মৎস্য আড়ত থেকে এসব জাটকা উদ্ধার করা হয় বলে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান।
লুৎফর রহমান বলেন, মাছগুলো বিভিন্ন মাছ বাজারে বিক্রির নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়।