ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফলে অন্যান্য দেশের পাশাপাশি নিজ দেশেই বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের রয়েছে দেশটির প্রশাসন। জানা গছে, রোববার (১৩ মার্চ) দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিক্ষোভকালীন গ্রেফতারের ওপর নজরদারি করা প্রতিষ্ঠান ওভিডি-ইনফো জানায়, রাশিয়ার ২৩টি শহর থেকে পুলিশ ২৬৮ জনকে আটক করেছে। এদিকে রাজধানী মস্কো থেকে এক ডজন আটক করা হয়েছে বলে জানিয়েছেন একজন সাংবাদিক।