বয়স পেরিয়ে গেছে ৪০ বছর। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসেও এর ছাপ পড়ার যেন নামই নেই। এই বয়সেও শোয়েব মালিক পাকিস্তানের দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। তবু তাকে অবসরে দেখতে চান অনেকেই। অভিজ্ঞ এই ক্রিকেটার স্পষ্ট করে জানিয়ে দিলেন, দল চাইলে আরও কিছু দিন এই পর্যায়ে খেলার সামর্থ্য আছে তার।