বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে বেশ কঠিন পরীক্ষা দিলেন ভারত ও শ্রীলঙ্কার ব্যাটারেরা। উইকেট কতটা চ্যালেঞ্জিং ছিল—সেটার ব্যাখ্যা শুধু দিতে পারবেন হাতে গোনা কয়েকজন। তাঁদের মধ্যে বলা যায় শ্রেয়াশ আইয়ার ও লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসের কথা। কারণ, মাটি কামড়ে থেকে তাঁরাই কেবল উইকেট বোঝার সুযোগ পেয়েছেন। বাকিরা কেবল ছিলেন আশা-যাওয়ার মিছিলে। এমন চ্যালেঞ্জিং উইকেটে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনই দুই পক্ষের ১৬ উইকেটের পতন হয়েছে।
টেস্টের প্রথম দিনের শুরু থেকেই টার্ন পেয়েছেন স্পিনাররা। সেটা কাজে লাগিয়েছেন লঙ্কান বোলারেরা। সময় গড়াতে সুযোগ তৈরি হয় পেসারদের। সে সুযোগ লুফে নিলেন ভারতীয় পেসাররা। স্পিনার ও পেসারদের দিনে অসুবিধায় পড়লেন ব্যাটারেরা। উইকেটে টিকতেই কঠিন পরীক্ষা দিতে হলো তাঁদের।
টেস্টের প্রথম দিনে ২৫২ রানে অলআউট হয় ভারত। ভারতের ১০ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। কারণ বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রান তুলতে তারা হারিয়েছে ৬ উইকেট। মোট দুই দলের প্রথম দিন উইকেট পড়েছে ১৬টি।