‘বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান আর বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন-সব পরীক্ষায় ঘুইরা-ফিইরা একই জিনিস। সাঁটলিপিকার, কম্পিউটার অপারেটর এই সব পদে সব জায়গায় একই নিয়োগ পদ্ধতি। তাইলে এইগুলার আলাদা আলাদা পরীক্ষা নিয়ে বেকারদের কাছ থেকে দফায় দফায় আবেদন ফি হাতানো আর ভোগান্তি বাড়ানোর মানে কি?’
এসব বলছিলেন তরুণ চাকরি প্রত্যাশী আশরাফুল ইসলাম।