সব মানুষ সমান ভাগ্যবান হয় না। নিজের স্বপ্নের কাজ পাওয়ার সৌভাগ্যও সবার হয় না। সুতরাং যে কাজ আপনাকে করতে হচ্ছে, সেটিই ভালোবেসে করতে হবে। হয়তো এমন হতে পারে যে আপনি আপনার কাজকে অপছন্দ করেন এদিকে বাস্তবতার কারণে সেটি ছেড়েও যেতে পারছেন না। তখন কী করবেন?
পছন্দের না হলেও চাকরি যখন করতেই হবে, তবে ভালোবেসেই করুন। কিছু বিষয় মেনে চললে সেই কাজগুলোও করা সহজ হবে, যেগুলো আপনি করতে পছন্দ করেন না। হয়তো দেখা যাবে শেষ পর্যন্ত নিজের কাজের প্রেমেই পড়ে গেছেন! চলুন তবে জেনে নেওয়া যাক কী মেনে চলতে হবে-