পাথর ভেঙে কি বেরিয়ে পড়েছে প্রায় হাজার বছরের বন্দি অশুভ আত্মা? রবিবার জাপানের নাসু শহরে ওই পাথরটিকে দু’টুকরো হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। এর পরই আতঙ্ক শুরু হয়েছে তাঁদের। স্থানীয়দের আশঙ্কা, পাথরবন্দি অশুভ আত্মা মুক্তি পেয়ে গিয়েছে! যদিও যুক্তিবাদীদের দাবি, আবহাওয়াজনিত কারণেই সেটি ভেঙে গিয়েছে।
নাসু শহরের আগ্নেয়গিরির কাছে ওই পাথরটিকে ‘সেশো-সেকি’ নামে চেনেন স্থানীয়েরা। ইংরেজিতে অনেকে আবার সেটিকে ‘কিলিং স্টোন’-ও বলেন।
‘কিলিং স্টোন’-এর সংস্পর্শে এলেই নাকি মৃত্যু নিশ্চিত! তার ভিতরে নাকি প্রায় হাজার বছর ধরে বন্দি করে রাখা হয়েছে এক অশুভ আত্মাকে। নাসু শহরের ওই আগ্নেয়শিলাকে ঘিরে এমনই বিশ্বাস রয়েছে অনেকের। জাপানের লোককাহিনিতেও পাথরটিকে ঘিরে এমন বহু গল্প ছড়িয়ে রয়েছে। রবিবার সেটিই আড়াআড়ি ভাবে ভেঙে দু’টুকরো হয়ে পড়েছিল।