ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ ১৫তম দিন। এই কয়দিনে ২৩ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক আশপাশের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
গত কয়দিন যুদ্ধবিরতির সুযোগে মানুষের ইউক্রেন ছাড়ার হার আরও বেড়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশ কতজন ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিলো- পোল্যান্ডইউক্রেনের সঙ্গে ৩১০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে পোল্যান্ডের।
এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি শরণার্থী গ্রহণ করেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ইউক্রেন থেকে অন্তত ১২ লাখ ৪ হাজার ৪০৩ জন শরণার্থী পোল্যান্ডে প্রবেশ করেছেন। হাঙ্গেরিসাত বছর আগে শরণার্থী বা অনুপ্রবেশকারী ঠেকাতে ইউক্রেন সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছিল হাঙ্গেরি। প্রশিক্ষিত কুকুর দিয়ে নিয়মিত পাহারাও দেয় তারা।
আজ সেই দেশটিই ইউক্রেন থেকে দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থী গ্রহণ করেছে। ইউএনএইচসিআরের হিসাবে, গত ৭ মার্চ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৩৪৮ জন শরণার্থী ইউক্রেন থেকে হাঙ্গেরিতে ঢুকেছেন।