’পিঁয়াজ ছাড়া রান্না শিখেছি, তেল ছাড়া্ও শিখে নেব-
চাল ছাড়া ভাত রান্না শিখে গেলে, চাকরিটা আমি ছেড়ে দেব’
ফেসবুকে এই ক’টি লাইন এখন ভাইরাল। ধন্যবাদ তাকে, যিনি এ ক’টি লাইনের মাধ্যমে সাধারণ মানুষের মর্মবেদনাকে চমৎকারভাবে তুলে ধরেছেন। বৈশ্বিকভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণগুলো বাংলাদেশেও বিদ্যমান । এনিয়ে কোন দ্বিমত নেই। দ্বিমত হচ্ছে, কোন যৌক্তিক কারণ ছাড়াই লাগাম ছাড়া ভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। মাঝে মধ্যে মোবাইল কোর্ট জাতীয় কিছুর অভিযান চললেও, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এসব টোটকায় কোন লাভ হবে না।
ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার জন্য টিসিবি’র লাইন প্রতিদিন দীর্ঘতর হচ্ছে। তাই আরো বেশি কিছু,কার্যকর কিছু দরকার। যাতে সত্যিকার অর্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়! সাধারণ মানুষের উপর এই নির্যাতন সহনীয় করা যায়, যাতে নূন্যতমভাবে বেঁচে থাকতে পারে।