আরেক বাবর

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ২০:৫৭

‘চিরদিন কারও সমান নাহি যায়’। যেমনটা যায়নি জামায়াত-বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এবং এখন যাচ্ছে না সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের। গত সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার হন ফরিদপুরের ত্রাস এই বাবর।


একসময়ের ছোট মুরগি ব্যবসায়ী বাবরের এখন অঢেল ধনসম্পদ। পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। একসময়ের জেলা বিএনপি নেতাদের পাশে ঘুর ঘুর করা বাবর তার ভাইয়ের দাপটে হয়েছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। হয়েছিলেন সদর উপজেলার চেয়ারম্যানও। আজ হাওয়া বদলে গেছে। তাই সাবেক মন্ত্রীর ভাইয়ের হাতে এখন হাতকড়া। মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হয়েছেন। যে মামলায় বাবর গ্রেফতার হয়েছেন, তাতে ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলও আসামি। দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন ও পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে ওই মামলা হয়। পরে সেই মামলার তদন্তে বাবরসহ আরও আট জনের নাম উঠে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us