সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ।
মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে সংযুক্ত আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয় বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান।
দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণায় সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়; দুই দেশের ফরেইন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতা বাড়াতে এসব সমঝোতা হয়।
ব্রিফিংয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশে যে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা ও বিনিয়োগের ‘প্রচুর সুযোগ’ রয়েছে, বৈঠকে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।