গ্যালারিতে মারামারি, মেক্সিকো থেকে বিশ্বকাপ সরানোর দাবি

সমকাল প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ২০:৫৬

ছন্দের খেলা ফুটবল। কিন্তু এই ছন্দের খেলায় মেক্সিকোর ইতিহাসে জন্ম নিল এক কালো দিনের। দেশটির টপ ডিভিশন ফুটবল লিগে আটলাস এফসি ও কোয়ারেতারতোর ম্যাচে স্টেডিয়ামে ঘটে গেল লঙ্কাকাণ্ড। লা কোরেগিডোরা স্টেডিয়ামে প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে হাতাহাতিতে আহত হয়েছেন অন্তত ২৬ জন।



ম্যাচের ৬৩তম মিনিটে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়তেই আটলাসের সমর্থকদের উপর আক্রমণ করে কোয়ারেতারতোর সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন। এরপর ম্যাচটিকেই স্থগিত ঘোষণা করে কতৃপক্ষ। এমনকি এই সপ্তাহে লিগের সব ম্যাচ স্থগিত করেছে মেক্সিকো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us