জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে পরিচালক অনন্য মামুন নির্মাণ করেছেন সিনেমা ‘রেডিও’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
গতকাল সোমবার (৭ মার্চ) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসিতে) সিনেমাটির দুইটি গান এবং সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয়েছে। সেসময় ছবির পরিচালক ও শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত মুন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, অভিনেত্রী নিপুণ। আরও ছিলেন অভিনেতা নাদের খান, মিম মানতাশাসহ অনেকে।