সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে মিশে গিয়ে জনগণের খাদেম হয়ে সেবা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সোমবার আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের পক্ষে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।