উসামা বিন জায়িদ (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করি, হে আল্লাহর রাসুল! শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন, সে পরিমাণ রোজা অন্য কোনো মাসে আমি আপনাকে রাখতে দেখি না। রাসুল (সা.) বলেন, রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস, যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি রোজাদার।’ (সুনানে নাসায়ি, হাদিস : ২৩৫৭)
সতর্কবাণী উচ্চারণের কারণ : উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) মানুষকে সতর্ক করার কারণও ব্যাখ্যা করেছেন। তা হলো এই মাসের ব্যাপারে মানুষের উদাসীনতা। সাধারণত মানুষ রমজান মাসের ব্যাপারে সতর্ক থাকলেও শাবানের ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা দেখা যায় না। অথচ এই মাসের গুরুত্বও কোনো অংশে কম নয়। কেননা এই মাসে মানুষের আমল তথা তার ভালো-মন্দ, পাপ-পুণ্য মহান আল্লাহর দরবারে পেশ করা হয়।