মঙ্গলবার (৮ মার্চ) সারাদেশে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য।
বিশেষ এই দিনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। এদিন সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’ এবং ৯টা ৩০ মিনিটে রয়েছে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। এদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে সরসারি প্রচার হবে তারকাকথনের বিশেষ পর্ব।