গরমে সুতির পোশাক আরামদায়ক। এখন সুতি কাপড় ও সুতির সঙ্গে লিনেনের মিশ্রণে আরামদায়ক পোশাক তৈরি করছে ফ্যাশন হাউসগুলো। ডিজাইনারদের সঙ্গে কথা বলে বিস্তারিত লিখেছেন আতিফ আতাউর। বাইরে এখন বেশ গরম। তাই দরকার গরমে উপযোগী আরামদায়ক পোশাক। ডিজাইনাররাও বসে নেই।
সুতি কাপড়ের নতুন নকশা ও থিমের পোশাক এনেছেন তাঁরা। গরমে হালকা রঙের পোশাকের প্রাধান্য বেশি। এবারও থাকছে হালকা রঙের পোশাকের প্রাধান্য। এই সময়ে সুতি সুতি কাপড় শুরু থেকেই স্বস্তি দিয়ে আসছে মানুষকে। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে সুতির বুননেও যোগ হয়েছে আধুনিকতা। এখন আরো রেশমি ও মিহি করে সুতি কাপড় বোনা হচ্ছে।
রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস বলেন, ‘সুতি কাপড়ের সুতা মূলত প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি। রেশম গুটি, কার্পাস তুলার মতো প্রাকৃতিক নানা উত্স থেকে আসে এর উপাদান। আগে শুধুমাত্র তাঁতের সাহায্যে সুতি বোনা হতো। এখন স্পিনিং ও নিটিংয়ের মাধ্যমে সুতির সুতা মজবুত ও মসৃণ করা হচ্ছে। এই সুতা দিয়েই তৈরি হচ্ছে সুতি কাপড়ের পোশাক।