ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ ও পূর্ণিমা। জুটি বেঁধে তারা ‘এ জীবন তোমার আমার’, ‘জামাই শ্বশুর’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’, ‘টাকা’, ‘কে আমি’, ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিগুলো উপহার দিয়েছেন।
তবে কোনো এক অজানা কারণে ২০০৯ সালের পর থেকে তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি। সম্প্রতি গুঞ্জন ওঠে, অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে ফের এক হতে চলেছেন রিয়াজ-পূর্ণিমা। কাজ করবেন একসঙ্গে। ছবির নাম ‘যোদ্ধা’। যেটি পরিচালনা করবেন এস এ হক অলিক।
এই পরিচালকের নির্দেশনায় এর আগে ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ এবং ২০০৮ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবি দুটিতে অভিনয় করেছেন রিয়াজ-পূর্ণিমা জুটি। দুটিই ছিল সুপারহিট। সেই পরিচালকের হাত ধরেই ফের তারা পর্দায় ফিরছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবরও ছেপেছিল।