পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএই’র ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন। আগামী ১২ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিস্তারিত কার্যসূচি তুলে ধরে লিখিত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত একটি অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। দুবাই, আবুধাবি, রাস আল খাইমরা ও শারজা সংযুক্ত আমিরাতের গুরুত্বপূর্ণ শহর। তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও বাংলাদেশের শ্রমবাজার অক্ষুণ্ন রাখতে ও অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করে বিনিয়োগের নতুন কেন্দ্র তৈরি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।