সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরও সময় দিন। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারব।
রবিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, ৭ মার্চের ভাষণ হয়তো আপনারা অনেকেই শোনেননি, কিন্তু আমরা শুনেছি। সেই ধারা বাহিকতায় ২৬ মার্চ থেকে মুক্তিযোদ্ধা শুরু হয়ে গিয়েছিল। পরে আমরা ১৬ ডিসেম্বর পরিপূর্ণ বিজয় অর্জন করি।