চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ আক্তারকে অবৈধ ঘোষণা করে হাইকোটের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে, এ সময় সাধারণ সম্পাদক পদে জায়েদ খান থাকবেন বলে ওই পদের ওপর স্থিতাবস্থা দিয়েছেন আদালত।
আজ রোববার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বতাধীন বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
আজ রোববার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বতাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণাকে অবৈধ বলে গত বুধবার রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আপিল করেন নিপুণ আক্তার।