আল্লাহর আনুগত্যে মুমিন যেসব পুরস্কার লাভ করবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১৪:৫৩

দ্বিন পালনেই মুমিনের কল্যাণ ও সাফল্য নিহিত। দ্বিন পালনের অর্থ হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা। আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য ঈমানের দাবি। ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর অনুগত হও ও রাসুলের অনুগত হও যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা : আনফাল, আয়াত : ০১)।


নিম্নে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের কয়েকটি পুরস্কার তুলে ধরা হলো— ১. আল্লাহর অনুগ্রহ লাভ : অনুগত বান্দার প্রতি আছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যেন তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। ’( সুরা : আলে ইমরান, আয়াত : ১৩২)


২. আল্লাহর ভালোবাসা লাভ : আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর আনুগত্য করে। মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসুলের। যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩২) 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us