মা ব্রিগিট ও বাবা কিথ ওয়ার্ন দিব্যি সুস্থভাবে বেঁচে আছেন। নিয়তির নির্মমতায় এই দম্পতির বড় ছেলে শেন ওয়ার্ন তাঁদের ছেড়ে চলে গেলেন। দিয়ে গেলেন অঝোর বেদনা, রেখে গেলেন কত স্মৃতি।
স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছিল। তিন সন্তান জ্যাকসন, সামার ও ব্রুকসকে আগলে রেখেছিলেন ওয়ার্নই। এবার তাদের দেখভালের দায়িত্ব গিয়ে পড়তে পারে ছোট ভাই জেসনের কাঁধে।