চতুর্থ ধাপে গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি নানান প্রতিশ্রুতি দেন।
দলীয় এই প্রার্থীর গণসংযোগ করতে গিয়ে ব্যতিক্রম এক প্রতিশ্রুতি দেন একই ইউনিয়নের জাকির হোসেন নামের এক সমর্থক। নির্বাচনে নৌকা জয়ী হলে একদিনের জন্য তার নিজের পুকুরে মাছ শিকার সবার জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবসায়ী জাকির। নির্বাচনে জয়লাভ করেন নৌকা প্রার্থী। এবার জাকির হোসেনও রাখলেন সেই প্রতিশ্রুতি। শনিবার (৫ মার্চ) সকাল থেকে নাসিরাবাদ গ্রামের হিলালী পুকুরে বড়শি হাতে মাছ শিকারে মেতে ওঠেন ওই ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ।
বিকেল পর্যন্ত তারা মাছ ধরেন। এর আগে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টায় দিনব্যাপী বড়শি হাতে মাছ শিকারের উদ্বোধন করেন করেন ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ।