সম্প্রতি ভাইরাল হয় বলিউড সুপারস্টার সালমান খান ও সোনাক্ষীর সিনহার বিয়ের একটি ভুয়া ছবি, যেটি ফটোশপ করে বানানো হয়েছিল। তাতে সাময়িক হলেও সালমানের নামের পাশ থেকে সরেছিল ‘সিঙ্গেল’ তকমা। ‘ভাইজান’-এর রাতারাতি একা থেকে দোকা হওয়া নিয়ে উল্লসিত ছিলেন ভক্তরা।
এ সবই হয় নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মহিমায়। সেখানে দেখা যায়, হাসিমুখে আংটিবদল করছেন সালমান এবং সোনাক্ষী। সেই ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, প্রযুক্তির কারিকুরিতে বর-কনে সাজানো হয়েছে সালমান-সোনাক্ষীকে। এবার সেই ভুয়া ছবি নিয়ে মুখ খুললেন ‘দাবাং’ নায়িকা স্বয়ং।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল এবং কারিকুরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না?’ প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা। বুঝিয়ে দিতে চেয়েছেন, নিজের নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি।