ভালো এবং খারাপ দুই ধরনেরই বস হতে পারে। ভালো বস হলো এমন একজন ব্যক্তি যার অধীনে কর্মীরা কাজ করতে চায়। অপরদিকে একজন খারাপ বসকে কর্মীরা কখনোই সম্মান করতে পারে না, যদিও তাদের আদেশ অনুযায়ী পরিশ্রম করে থাকে, কিন্তু মন থেকে সম্মান করে না। এখন কথা হলো, কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে বস হিসেবে মন্দ বলা যেতে পারে? জেনে নিন বসের যে ৫ স্বভাব কর্মীরা অপছন্দ করে-