আইন-কানুন, চুক্তি, রীতি, প্রথা ইত্যাদির মধ্য দিয়ে রাষ্ট্রগুলোর গড়ে ওঠা আন্তঃসম্পর্ককে বোঝাতেই ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্বব্যবস্থা পরিভাষাটি ব্যবহার করা হয়। বিশ্বব্যবস্থার ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। বলা বাহুল্য, অর্থনৈতিক ও সামরিক শক্তি বিশ্বব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। স্নায়ুযুদ্ধ অবসানের পর তাই বিশ্বব্যবস্থা এককেন্দ্রিক হয়ে পড়ে।
এর পর থেকে পশ্চিমা প্রাধান্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যবস্থা আমরা প্রত্যক্ষ করে আসছি। সাম্প্রতিক বছরগুলোতে তিন দশকের এই এককেন্দ্রিক বিশ্বব্যবস্থায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। এর মধ্যে আসল বিশ্বায়ন প্রক্রিয়াটা এ সময়েই বেশি ঘটেছে। ফলে ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার বা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাও আগের চেয়ে অনেক বেশি নিবিড় ও আন্তঃসম্পর্কযুক্ত হয়েছে। এ অবস্থায় ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব আবার স্নায়ুযুদ্ধে প্রবেশ করেছে, যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।